L001 মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং সমাধান

মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান
অর্থনীতি হলো একটি সামাজিক বিজ্ঞান যা কিভাবে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে পণ্য ও সেবা উৎপাদন করে তা ব্যবহারের জন্য ব্যাবহারকারীর মধ্যে ফলপ্রসুভাবে বন্টন করা নিয়ে আলোচনা করে।
অর্থনীতি হল এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ সম্পর্কে অনুসন্ধান করে। –এড্যাম স্মিথ 
 অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করেন–আলফ্রেড মার্শাল 
এর সংজ্ঞাটি বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি মানব জীবনের তিনটি মৌলিক বৈশিষ্টের উপর প্রতিষ্ঠিত, যথা অসীম অভাব, সীমিত সম্পদ ও বিকল্প ব্যবহারযোগ্য সম্পদ।—এল রবিনস

সাধারণ অর্থে অভাব বলতে আর্থিক অনটনকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে অভাব শব্দটি বিশেষ অর্থে ব্যবহূত হয়। অর্থনীতিতে কোনো কিছু পাওয়া বা কোনো দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে।
মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমাবদ্ধ। এ সীমাবদ্ধ সম্পদকেই দুষ্প্রাপ্যতা বলে
গুরুত্ব অনুসারে/অভাবের তীব্রতার ভিত্তিতে বিভিন্ন অভাবের মধ্য থেকে কিছু অভাব বাছাই করাকে বলা হয় অভাবের নির্বাচন।

অর্থনীতিবিদ পি.এ স্যামুয়েলসন (P.A. Samuelson) এর মতে প্রত্যেক অর্থনৈতিক সমাজের মৌলিক সমস্যা বা কেন্দ্রীয় সমস্যা হলো তিনটি।
১. কী ও কতটুকু উৎপাদন করতে হবে
২. কিভাবে উৎপাদন করতে হবে
৩. কার জন্য উৎপাদন করতে হবে

দুই পদ্ধতিতে উৎপাদন করা যায়

১. মুলধন নিবিড় পদ্ধতি: এই পদ্ধতিতে মুলধনের পরিমান বেশি এবং শ্রমের পরিমান কম।
২. শ্রম নিবিড় পদ্ধতি: এই পদ্ধতিতে শ্রমের পরিমান বেশি এবং মুলধনের পরিমান কম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *