L008 ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি এবং সুযোগ ব্যয়

ইংরেজি microশব্দটি গ্রিক শব্দ Mikros থেকে উদ্ভব হয়েছে। যার অর্থ অতিক্ষুদ্র

ব্যষ্টিক অর্থনীতি মূলত ব্যক্তি মানুষ অথবা ব্যবসায়ের চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করে থাকে। 

অন্য ভাবে বলা যায় যে, Micro Economics বা ব্যষ্টিক অর্থনীতির লক্ষ্য হলো অর্থনীতির একটি বিশেষ অংশ বা একককে ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা।

অর্থনীতিবিদ কে ই বোলডিং এর মতে, “ব্যষ্টিক অর্থনীতি এক একটি ফার্ম, প্রত্যেক পরিবার, প্রত্যেকটি দ্রব্যের দাম, মজুরী, আয়, প্রত্যেকটি শিল্প এবং প্রত্যেক দ্রব্য সম্পর্কে পৃথকভাবে আলোচনা করে”

যেমন: ব্যাক্তিগত চাহিদা, যোগান, আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ এবং কোনও একটি উৎপাদন প্রতিষ্ঠানের আয়-ব্যয়, মুনাফা প্রভৃতি।

ইংরেজি macro শব্দটি গ্রিক শব্দ Makros থেকে উদ্ভব হয়েছে। যার অর্থ বড় বা সামগ্রিক।

অর্থনীতির আওতাভুক্ত কোনও বিষয়কে যখন  সামগ্রিক বা জাতীয় পর্যায়ে বিশ্লেষণ করা হয়, তখন তাকে সামষ্টিক অর্থনীতি বলে।

অর্থনীতিবিদ কে ই বোলডিং এর মতে, “সামষ্টিক অর্থনীতি কোনো ব্যক্তির আয়ের পরিবর্তে জাতীয় আয়, কোনো নির্দিষ্ট দ্রব্যমূল্যের পরিবর্তে সাধারণ মূল্যস্তর, দ্রব্যের ব্যক্তিগত উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন আলোচনা করে।”

যেমন: সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, সামগ্রিক ভোগ, সাধারণ মূল্যস্তর, মজুরী স্তর, জাতীয় আয়, সামগ্রিক বিনিয়োগ ব্যয়, জাতীয় সঞ্চয়, নিয়োগ স্তর, প্রভৃতি সামষ্টিক অর্থনীতির উদাহরণ হিসাবে স্বীকৃত।

পার্থক্যের বিষয় ব্যষ্টিক অর্থনীতিসামষ্টিক অর্থনীতি
সংজ্ঞাঅর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র এককের আচরণ বিশ্লেষণ করা হয়। অর্থনীতির সামগ্রীক এককের আচরণ বিশ্লেষণ করা হয়।
অর্থ বা মানেব্যষ্টিক বা micro শব্দের অর্থ ক্ষুদ্র।সামষ্টিক বা macro শব্দের অর্থ বৃহৎ
উদ্ভবগ্রীক শব্দ mikros থেকে উদ্ভব হয়েছেগ্রীক শব্দ makros থেকে উদ্ভব হয়েছে
পরিধিব্যষ্টিক অর্থনীতির আওতা বা পরিধি ক্ষুদ্র।সামষ্টিক অর্থনীতির আওতা বা পরিধি ব্যাপক ও বিস্তৃত।
যোগসূত্রপৃথক পৃথক ভাবে সমস্যা আলোচনা ও বিশ্লেষণ করা হয় বলে এদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না।সামগ্রিক ভাবে সমস্যা আলোচনা ও বিশ্লেষণ করা হয় বলে এদের মধ্যে যোগসূত্র থাকে।
চিত্রএর মাধ্যমে দেশের অর্থনীতির আংশিক বা খন্ডচিত্র পাওয়া যায়। এর মাধ্যমে দেশের অর্থনীতির সামগ্রিক বা পুর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়।
মূল বা মূল্যায়ণএর মাধ্যমে কোনও সমস্যার মূলে প্রবেশ করা যায়।এর মাধ্যমে সমস্যার সামগ্রিক মূল্যায়ণ করা যায়।
পূর্ণ নিয়োগপূর্ণ নিয়োগ বিরাজমান বলে ধরে নেওয়া হয়। কিন্তু এটি অবাস্তব ধারণা।কখনও দেশে পূর্ণ নিয়োগ অবস্থা বিদ্যমান ধরে নেওয়া যায় না।
আংশিক/সামগ্রিক ভারসাম্যআংশিক ভারসাম্য।সামগ্রিক বা পুর্নাঙ্গ ভারসাম্য
প্রকৃত অর্থনৈতিক অবস্থাদেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায় না।দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থা নির্ণয় করা যায়
সমর্থকক্ল্যাসিক্যাল ও নিউ ক্ল্যাসিক্যাল অর্থনীতিবিদগণ এর সমর্থক।আধুনিক অর্থনীতিবিদগণ এর সমর্থক

সুযোগ ব্যয় (opportunity cost)

একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেয়ার পরিমাণ হলো সুযোগ ব্যয়। অর্থাৎ ত্যাগকৃত সুযোগই হলো সুযোগ ব্যয়। অধ্যাপক বেনহামের মতে “ কোনও জিনিসের সুযোগ ব্যয় হচ্ছে পরবর্তী সর্বোত্তম বিকল্প জিনিসের পরিহারের ব্যয়। ”

উদাহরণঃ এক ব্যক্তির মোটর গাড়ি ক্রয় করার জন্য হয়তো ইউরোপ ভ্রমণ বাদ দিতে হলো। এক্ষেত্রে মোটরগাড়ি ক্রয়ের সুযোগ গ্রহণের জন্য সে ইউরোপ ভ্রমণ ত্যাগ করলো। অতএব মোটরগাড়ি ক্রয়ের সুযোগ ব্যয় হলো ইউরোপ ভ্রমণ।

পরের স্লাইডে বিষয়টি চিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হলো।

সুযোগ ব্যয়ের প্রকারভেদ

১. ক্রমবর্ধমান সুযোগ ব্যয়

২. ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়

৩. স্থির সুযোগ ব্যয়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *